অধঃপতনের দিনগুলো আজ ভাসছে সবার চোখে
সত্যিটা যেন খুব বেমানান জীবনের বাঁকে বাঁকে।
থুবড়ে পড়েছে জীবনের মান অনিশ্চিতের পথ ধরে
নিলামে উঠছে আত্মার লাশ ত্রাসে কাঁপছে থরথরে।


শ্রদ্ধাবোধে পড়ছে ভাটা মুখে মুখে তা আছে বেঁচে
ভয়ের ফাঁদে বন্দী জীবন ক্ষমতার তালে আজ নাচে।
জ্ঞানীরা সেজেছে সস্তা পণ্য বস্তায় পচে তাদের জ্ঞান
নাস্তানাবুদ সাধারণ প্রাণ আঁস্তাকুড়ে সে দিচ্ছে জান।


প্রতিবাদের সব ভাষা আজ বন্দী সবার ঘর-কোনে
মনের কথা আসেনা মুখে প্রাণের ভয়ে তা পচে মনে।
কারো ক্ষয়ে যায় জিভের ডগা কারো ক্ষয়ে যায় জুতো
কেউবা আবার আগ বাড়িয়ে খাচ্ছে ষাঁড়ের গুঁতো।


পোষ মেনেছে বীরের জাতি ক্ষীরের লোভে সন্ন্যাসী
আঙ্গুল টিপে লিখছে দু লাইন ভাষায় যেন চাপরাশি।
বলিস কি হে ফিসফিসিয়ে? খাসনে রে তুই কতকাল?
ক্ষুধার জ্বালা খুদে মেটাতে বাঘের বেশে হও শেয়াল।


কাদার বদলে আজকে সবাই ছুঁড়ছে পশুর মূত্র-মল
আসলে সবাই ডুবছে পাঁকে ফায়দা লুটে পশুর দল।
অঙ্গ জুড়ে পঙ্গু বিবেক ভালো-মন্দ সব নিপাত যাক
এক গোয়ালে পালিত সবাই একই স্বরের হাম্বা ডাক।


নেতার মাথায় ব্যাঙের ছাতা ডাকছে চ্যালা ঘ্যাঙর ঘ্যাঙ
হাত উঁচিয়ে ধরবি স্লোগান নইলে ভাঙ্গা পড়বে ঠ্যাঙ।
নেই কিরে দম আপন সিনায়? পরের কাঁধে ভর করো
কা কা স্বরে ডাকলে যে কেউ, বেলতলাতে হও জড়ো!