শোনো দুনিয়ার শান্তি প্রিয়
                  রক্ত ভোজী ওরে পশুর দল
শক্তি জোশে তক্তপোশে
               বেচে বেচে শির করো কতল।
আর কত কাল মারবে মানুষ
                       কসাই খানার চেম্বারে?
তোমায় যারা করলো বড়
              তাদের বুকেই আজ খুন ঝরে।
শুনেছি তুমি জনদরদী
                   জননেতা তুমি মনে প্রাণে
মঞ্চ কাঁপিয়ে বলেছিলে তুমি
                     পঞ্জরে ঠাঁই দেবে জনে।
তোমার নামে স্লোগান দিয়ে
                  ভাঙলো যাদের গলার স্বর
আজকে তারাই বলির পাঁঠা
                  রক্তে লাল ঐ কালীর ঘর।
শিয়রে যাদের শুয়োর ঘোরে
                       সিওর তারা নয় মানুষ
পীর সেজে যারা তীর ছুঁড়ে মারে
                    তারাই আবার বীরপুরুষ!
নিত্য যারা থাকতো নত
                     শ্রদ্ধা জানাতে দলে দলে
ঘৃণার চিহ্ন কপালে এঁকে
                  আজকে তারাই কথা বলে।
রক্ত ভোজী বাঁদর লেজী
                        পাচ্ছে আদর পা চেটে
ধেনুর মতো কাটছে জাবর
                     হারাম খেয়ে দিন রাতে।
কসাই খানার মশাইরা আজ
                    রক্ত লোলুপ ফাঁপর বাজ  
পেশায় তারা কথার দালাল
                     নেশায় তারা গুন্ডা রাজ।
নীল মনি আজ চিলের মাথায়
                     ছুটছে মিছে প্যাঁচার দল
সাপের মাথায় টাক পড়েছে
                  লাভ কি তাতে ওঝার বল?
কে চেয়েছে ভিক্ষে তোমার
                   দাও অধিকার দাও আগে
ঊর্ধ্বে আকাশ থমকে আছে
                    জ্বলছে আগুন ফুল বাগে।
আড়ালে থেকে বিড়ালের মতো
                         করে যারা কোলাহল
তাদের পাপেই ধরেছে পচন
                       এই পৃথিবীর পৃষ্ঠ তল।
সাম্যের বাণী মুখে বলে যারা
                         গড়ে তোলে ব্যবধান
তাদের ছায়াতে উঠছে বেড়ে
                         পাপী তাপী শয়তান।
রক্তে আগুন জ্বলছে যাদের
                      তাদের হাতে রক্ষা নাই
অশ্রু ভেজা বুকের পাঁজর
                  ভাঙলেও মোরা মুক্তি চাই।
পিত্ত পোড়া তিক্ত ঘ্রাণে
                  আটকে গেছে মোদের শ্বাস
হোক প্রতিরোধ দিকে বিদিকে
                প্রাণ ফিরে পাক জিন্দা লাশ।