ক্ষতটা যতই হয়রে গভীর কান্নাটা ততই শব্দহীন
বুকের ভেতর খাচ্ছে মোচড় ঝড় তুফানের রাত গহীন।
দুই চোখে ঝরা অশ্রু ধারা বাষ্পের সাথে যায় মিশে
মানুষের জীবন হয় এমনি কান্নার শেষে সুখ আসে।


নিরাশার মেঘ জমে আকাশে চলছে ছুটে দিগ্বিদিক
আশার ভেলা আজ একেলা পায়না খুঁজে পথ সঠিক।
জীবন ঘুড়ির জমছে মেলা রংধনুটার চারপাশে
হাওয়ায় হাওয়ায় দুলছে ঘুড়ি ক্ষণ কালে রাঙ্গা উল্লাসে।


ভীষণ অসহায় জীবন যাদের দুঃখ তাদের চলার রথ
ভরা নদী চলে কোলাহলহীন প্রয়োজন শুধু ভাটির পথ।
জীবনের পথ নয়তো সোজা প্রতি বাঁকে তার যন্ত্রনা
জীবনের চাওয়া শেষ হয়েও তবু যেন জীবন ক্ষান্তনা।


শত শতাব্দী যায় পেরিয়ে থামেনি কান্না এই ধরায়
আজ মহামারী মনের দুঃখ এই পৃথিবীর প্রতি পাড়ায়।
মেলে না তুষ্টি কারও জীবনে চাই আরও চাই রাশি রাশি
যে পেলোনা জীবনে কিছুই তার চাওয়া যেন থাকে বাসি।


একটি দুঃখ চাপা পড়ে যায় অন্য দুঃখের অমানিশায়
তবুও জীবন থামেনা কখনো যায় ছুটে তা নতুন আশায়।
মৃত্যু সেখানে অবহেলিত জীবনের প্রতি বাঁকে বাঁকে
ফুল হয়ে ফোটে জীবন সেথা পুলকিত যেন দুই চোখে।


সময়ের সাথে চলে যে জীবন শত ঘটনার অঙ্গনে
আপন আর পর ভেদাভেদ নিয়ে দ্বন্দ্বটা দেখি এই মনে।
একই কাতারে পারেনি দাঁড়াতে সব মানুষেরা একসাথে
ডেকেছে মৃত্যু বিবাদ ও দ্বন্দ্বে যুগ যুগ ধরে জাতে-জাতে।