শক্তি জোশে তক্তপোশে রক্তচোষা জোঁকের দল
পিত্ত পোড়া তিক্ত ঘ্রাণে আটকেছে শ্বাস অনর্গল।
থমকে আছে নখের থাবা সু্যোগ বুঝে মারতে ঘা
থাকলে সাহস ঐ সিনাতে বুক এলিয়ে মরতে যা।


শির উঁচিয়ে বীরের জাতি বুক পেতে সয় সর্বনাশ
বস্তা পচা সস্তা কথায় আস্থা তাদের করছে লাশ।
একে অন্যে খামচি দিয়ে চাইছে সবাই পরিত্রাণ?
জ্বলছে চিতা সবার শবেই পাপী কিংবা পুণ্যবাণ।


বদ্ধ খুলিতে মুক্ত বুদ্ধি যুক্তির ফাঁদে তা কিস্তিমাত
শক্ত হাতের ভক্তরা আজ উল্লাসে করে রক্তপাত।
ফাঁসির কাষ্ঠে মরছে না এরা মরছে শুধু অনাহারে
বাঁচার সহায় হয়না কেহ ভিক্ষে দিয়ে পোজ মারে।


দুর্দম তেজে হরদম চুরি চেয়ারে বসা চোরের দল
মগের মুলুক ঠগের হাতে মিথ্যে আশার রদবদল।
বন্দী জীবন ফন্দি-জালে সিন্ধু সমান আজ বিপদ
দায়িত্ববান টানছে হুঁকো তক্তপোশে তার আমোদ।


ফুলের মতো চরিত্র যার সেই কি করে ভুল করে?
ভুলের মাশুল উসুলসহ কাটছে জীবন জেল ঘরে।
ঐ ফণাধর তুলছে ফণা আপন লেজে লাগলে ঘা
মশাইরা আজ তক্তপোশে কসাই খানার পোক্ত খাঁ।


বস্তি বাজার পীরের মাজার খাচ্ছে লুটে চাটার দল
সিন্ডিকেটের যোগসাজশে নিত্য জীবন হয় অচল।
বাঁচার লড়াই করছে মানুষ দুঃসময়ের হাত ধরে
আজকে জীবন সস্তা ভীষণ মৃত্যুটা দেখি ঘরে ঘরে।