আমি আকাশের সাথে মিশে
হব নীল নীল আসমান
আমি বাষ্পের সাথে মিশে
হবো মেঘে মেঘে ভাসমান।


আমি সাদা ফুলে ভরা কাশবন
শুভ্রতায় ঘেরা উচ্ছাস
আমি মাতালের বুঁদ দেহ-মন
করি বাতাসের সাথে বসবাস।


আমি লাল মৃত্তিকার উঁচু টিলা
মন খারাপের প্রণোদনা
আলোক রশ্মির সাথে মিশে
তুলি সেতারে সুর-ব্যঞ্জনা।


আমি অনামিকার কালো কেশ
আর কষ্টে পোড়া নীল চোখ
মন খারাপের দিন-রাত্রিতে
আমি কেঁদে যাই অপলক।


আমি মুক্ত বিহঙ্গের আশ্রয়
কিংবা মেঘ ছুঁয়ে ওড়া চিল
আমি পাতালের রাজকন্যার
বাম গালের ছোট্ট তিল।


আমার বয়ে চলা দিন গুলো
ধুসর প্রেমের জলছবি
আমি তুফানেও থাকি শান্ত
যদি কবিতা লিখে কোন কবি।