প্রতিদিনই ঘুমের ঘরে কতো কিছুই না করি
কতো জায়গায়-ই না যাই...।


আজ না হয় না-ই ঘুমালাম
আজ না হয় নয়ন ভরে আকাশটাকে দেখলাম
আজ না হয় তারাদের সাথে মিতালি পাতলাম
আজ না হয় চাঁদের সাথে একটুখানি কথা বললাম
আজ না হয় কালো রহস্যময় আকাশটার আরেকটু ভেতরে প্রবেশ করলাম
আজ না হয় বাড়ির উঠোনের ছোট ছোট গাছ গুলোর
নাড়া-চাড়া খেলা দেখলাম
আজ না হয় বাতাসকে ভালোবেসে একটু কাছে টেনে নিলাম
আজ না হয় প্রকৃতিকে আরও গভীরভাবে ভালোবাসলাম


প্রতিদিনই তো কতো কথাই না শুনি...।
আজ না হয় মাটির অবলা কথাগুলোই শুনলাম


আজ না হয় পৃথিবীটাকে ইচ্ছের কৌতূহলে একটু বুকে জড়িয়ে ধরলাম
আজ না হয় কষ্টের সাগর পারি দিয়ে নিজেকে একটুখানি ভালোবাসলাম...।