ওসব কিছু হয় নাতো আজ,
কাগজ কেটে উড়োজাহাজ।
নৌকা নয়তো ফুল বানানো,
পাতায় বুনে চরকাটানো।
মুষ্‌টি চালে চড়ুইভাতি,
গোল্লাছুটের খেলার সাথী।
মালা গাঁথা ফুল কুড়িয়ে,
ঘোমটা পড়া পুতুল বিয়ে।
ওসব করা আর হবে না,
সবুজ পাতায় বেচাকেনা।
সুপারি পাতা খোলের গাড়ি,
কলা পাতার ছাউনি বাড়ি।
নারিকেলি মালার বাসন,
পত্র পেতে বসার আসন।
ওড়না, গামছা অঙ্গে মোড়াই
ঘেটুপুত্র কনে-জামাই।
পুকুর পাড়ে শীতে কুঁজা
পিঠটা পেতে রৌদ্র খোঁজা।
নানা রকম পাতার বাঁশি
মনে পড়লে আজও হাসি।