তোমাকে দিবো পাহাড় চূড়া
দু’হাত বাড়িয়ে নাও,
না না দিবো না পাহাড় চূড়া
যদি, পা পিছলে পড়ে যাও ।


তোমাকে দিবো ঝর্ণা ধারা
তোমার জলেই নদী,
মনে বড় শঙ্কা আজি
জলে ডুবে যাও যদি ।


তোমাকে দিবো সুনীল আকাশ
তারা ভরা ভাবাবেগ,
তোমাকে করবে অশুভ আড়াল
অবসন্ন কালো মেঘ ।


তোমাকে দিবো অভয় অরণ্য
চারপাশ সবুজে মোড়া,
রুপে তোমার জ্বলাবে আগুন
শুকনো পাতা পোড়া ।


তোমাকে দিবো বাদল ধারা
চরণ ভিজাবে নুয়ে,
জীবনের যত তুলে রাখা সুখ
বাদল যদি নেয় চুয়ে ?


---------------------------
আগারগাঁও, ঢাকা।