সত্যের সন্ধানে নির্ভিক সৈনিক দুর্‌বার,
অগ্রগামী সদা ব্যবধান পায়ে দলে চূরমার ।


শক্তি, সাহস, বল
সঞ্চিত করে বাহুতল;
আকাশ, পাতাল ফেরি
লক্ষ্য ওই হিমাচল ।


রক্ত ঘর্মে মিশে তিমির ভেদিয়া লয়ে ঊষা
পরাধীন শৃঙ্খল উপড়ে আনে নব দিগন্তের দিশা।


অন্যায়, অবিচারে নতজানু নয়
দুর্যোগে জীবন বাজি;
কর্ম, নিষ্ঠায়, ত্যাগে অবিচল
সত্য প্রতিষ্ঠায় রয়েছে আজি ।


মা আর মৃত্তিকা মুক্ত রাখার তরে সদা প্রস্তুত
মুক্ত স্বাধীন চাই আমাদের দেশ; শত্রুকে করে পরাভূত ।