রোজ প্রতিদিন হয়কি নেয়া বৃদ্ধ মায়ের খবর
বীনা শর্তেই যে করেছে যত্ন-আত্মি, আদর।
কত খাবার হচ্ছে তোমার রোজ প্রতিদিন ভোঁজ
একবারও কি নিলে খবর কি খাচ্ছে মা রোজ?
বেতন পেলেই করছ তুমি পুরো মাসের বাজার
একবারও কি খোঁজ নিয়েছ আছে কি মা’র খাবার।
তিনটে রোমই নিজের জন্য মায়ের জন্য নাই
শালা-শালির যত্ন সেকি! যেন আপন ভাই।
মাস চলে যায় বছর গড়ায় হয়না বাড়ি যাওয়া
কিছুইতো হয়নি পূরণ মায়ের চাওয়া-পাওয়া।
মৃত্যু কালে মাথার পাশে কেঁদে নয়ন জলে
আমি তোমার খোকন সোনা দেখ মা চোখ খুলে।
নানা রকম ফলফলাদি সাথে ফলের জুস
কিছুই তো খেলো না মা হায়রে আপসোস।
তোমার খাবার জুটলনা মা’র শেষ বিদায়ের কালে
দু’মুঠো ঐ মাটিই ছিল দুঃখী মায়ের ভালে।
অশ্রু দিয়ে বুক ভাসালে হবে কি তার ক্ষমা?
সব পেয়েছিস থাকবে স’বি হারালি প্রিয় মা।
চোখের জলে রচে গেলি পাষাণবেধি কবর
যাসনে ভুলে চিরতরে শেষ মাটিটার খবর।
মন যদি চায় দু’হাত তুলে করিস ফরিয়াদ
তাও যদি নাইবা পারিস ধারি মোনাজাত।