বছরের শুরুতেই পনজিকা দেয়ালে;
কত দিন ছুটি আছে গুণে নিই খেয়ালে।
মার্কার কালিতে ঠিক করে দিনক্ষণ,
বন্ধটা বেশী হলে পুলকিত হয় মন।
দুধ রোজ, ধার-দেনা লেখা হয় ছিপছিপ,
ঠাঁই করে নেয় তাতে কপোলের কালো টিপ।
কেউ টুকে রাখে তাতে ঠিকানা, নাম্বার,
সুঁচটাও খুঁজে নেয় ঠিকঠাক স্থান তার।
পুরনোটা ঠিক তার পাশে রয় ঝোলানো,
কলমের কালিতে চারপাশ মোড়ানো।
শুরু আর শেষতক এক রকম যায় না,
বছর গড়িয়ে গেলে কেউ খোঁজ নেয় না।