স্বপ্নগুলো গঙ্গা জলে ভেসে যাক না
সত্যি হবে স্বপ্ন খোঁজে পেলে মোহনা;
নীল সাগরে ফোটবো ঐ স্বপ্ন পদ্মফুল!
স্বপ্ন ছুঁবে এপার-ওপার নীল সাগরের কূল।
মেঘের ভেলায় স্বপ্ন উড়ে পাহাড় ছুঁয়ে যায়;
ছন্ন ছাড়া কাশবনের ফুল আকাশ ছুঁতে চায়।
দূর আকাশে চাঁদের সাথে স্বপ্ন খেলা করে,
রাতে তারার মিছে স্বপ্ন নিজেই খসে পড়ে।
রংধনুরই সাতটি রঙে জলো কন্যার ঢং;
মেঘগুলো আজ খুঁজে পেল স্বপ্ন মাখা রং।
পাখীর ডানায় ভর করে সব অচিন্ত্য স্বপ্ন;
স্বপ্ন পথিক পথের দিশা পেলো না কোন।
ঝর্ণা ধারা মুছে দিল স্বপ্ন মোড়া চোখ;
অবচেতন স্বপ্নে ঘেরা দেখি দিবালোক।