পার্ট-১
--------


দুই কুড়ি বসন্ত হয়ে গেল পার;
হাবু মিয়া এখনও পাতেনি সংসার।
কোন এক অফিসের ছিল দারোয়ান,
ঘুমের কারণে তার হল অবসান।
পাড়ার বাজারে ছিল মুদির দোকান,
সেটাও টিকেনি তার গুণে লোকসান।
জমি-জমা নেই তার ঘর-বাড়ি ছাড়া,
বছর তিনেক আগে বাবা গেছে মারা।
মুখটি ফিরিয়ে নেয় মেয়ের বাবার,
কি করে হবে বিয়ে হাবু যে বেকার।


পার্ট-২
--------
ঘুরে দাঁড়াবে হাবু এই করে পণ,
সহজ শর্তে করে ঋণ উত্তোলন।
বাগান, খামারসহ করে মাছ চাষ,
সফল হচ্ছে ধীরে সকল প্রয়াস।
কয়েক বছরে হাবু শোধরেছে ঋণ,
বদলেছে হাবু তার বদলেছে দিন।