দিনে রাতে,       রাজধানীতে
        ওষ্ঠাগত প্রাণ,
যায় না বসা,      শোনায় মশা
       ভন্‌ভনানির গান।
মশার নেশা,      রক্ত চোষা
      পাইলে রক্তের ঘ্রান,
গায়ে পড়ে,       হুল ফুটিয়ে
      রক্ত চুষে খান।
যেই না কয়েল,  হয়না ঘায়েল
      মশা কী আর মরে?
নয় আহত,       নয় নিহত
      যতই কষো চড়ে।
শোনরে মশা,    রাখ তামাশা
      রক্ত কী আর পাসনে?
মানুষ ছাড়া,     গো-বেচারা
     সেথায় কেন যাসনে?
ক্ষুদ্র প্রাণী,      হিংস্র জানি
     রক্তে মিটায় ক্ষুধা।
এই প্রাণীটায়,  পেল কোথায়?
     এমন স্বাধীনতা।
---------------------------------------------