ঢাকা শহর লোকাল বাসে চলতে কষ্ট হয়
অল্প অর্থে কষ্ট কেনা সময় অপচয়।
রসিক লোকের গল্পমন্ত্র, কারো ঘর্ম গন্ধ
দু’এক টাকা ভাড়া নিয়ে চলে মৃদু দ্বন্দ।
যাত্রী ঠাসা চাপাচাপি পা--ও পিষ্ঠ হয়।
লোকাল বাসে চলাফেরা খুব যন্ত্রণাময় ।
যাত্রী বোঝাই বাসের ভেতর কেহ গেটে ঝুলে
লোকাল বাসের স্বভাব নষ্ট ধীর গতিতে চলে ।
যাত্রী বেসে কে পকেটমার চেনা বড় ভার
সুযোগ পেলে মোবাইল, টাকা সঙ্গে রয়না আর ।
যাত্রী উঠা নামা নিয়ে সে কী মহাযুদ্ধ
সময়ের কাছে জিম্মি মানুষ; করতে যে তা বাধ্য ।
হরেক রকম হকার উঠে নানান পণ্য লয়ে
কানা, খোড়া, ল্যাংড়া, লুলা সেও পেটের দায়ে ।
মোল্লা, মুন্সি সালাম ঠুকে মসজিদ, এতিমখানায়
দান করে যান একে সত্তর এই মিনতি জানায়।
পীচঢালা  ঢাকার পথে লোকাল বাসের চলা
বলবো কী আর এই বিষয়ে থেমে আসে গলা।
কষ্ট বুকে চেপে ধরে চলছি বারো মাস
ঢাকার পথে যদ্দিন আছি থাকবে লোকাল বাস।