ইঁদুরঃ    ইঁদুর বলে বন্ধু হবে?
                রাখবে তোমার সাথ?
               পাল্টে দিব তোমার যত
                      আছে মোটা দাঁত।


খুকুঃ     আমার সাথে রাখতে পারি
            তবে একটা শর্তে,
              করবি না আর নষ্ট ফসল
                 থাকবি না আর গর্তে।
                   থালা পেতে খেতে দিব
         রইবি না আর উপোস,
         করবি না আর নষ্ট ফসল
         দাঁতে কাটুসকুটুস।
         খিদে পেলে বলবি আমায়
         খেতে দিব মুড়ি,
                   আর কখনো ক্ষেতের ফসল
                     করিস যদি চুরি?
                     কত ফসল নষ্ট করিস
                     সাথে ফুল ও ফল,
                      তোর তান্ডবে কৃষক কাঁদে
       চোখে ঝড়ে জল।
      তুই যে আমার বন্ধু হলে
     বেঁধে দিব চুল,
     বাসনা তেলে বাঁধবো খোঁপা
     সাথে জবা ফুল।


ইঁদুরঃ         তোমার শর্তে রাজি হলাম
                      ওসব করে নিন্দু,
                          তুমি আমি আজ দু’জনে
                              হয়ে গেলাম বন্ধু।