একটা মুরগীর দশটা ছিল ছানা
আদর করে আগলে রাখতো ডানা।


পুকুর পাড়ের ঝোপের ধারি;
যাসনে সেথায় শিয়াল বাড়ী,
সেথা যেতে মা করেছে মানা ।


কিন্তু তারা খেলার ছলে;
পুকুর পাড়ের ঝোপায় গেলে,
শিয়াল করলো তাদের উপর হানা।


এখন মুরগীর ছানা এল আটে
খুব সাবধানে আঙিনাতে হাটে ।
গাছের ডালে লোভী কাকটা ছিলো
সাতটা রেখে একটা নিয়ে গেলো।
মা মুরগীটা কাকের পিছু ছুটে
হারানো ধন আর কি বলো জুটে ?


তোদের নিয়ে আর পারি না শোন
এখন হতে থাকবি ঘরের কোন ।
হুলো বিড়াল যেমন ছিলো পাজি;
হিংস্র হয়ে উঠলো বুনো বেজি,
পাঁচটি নিয়ে ছিঁড়ে খেলো তারা,
বাকী দু’টা ভয়ে হলো সারা ।


মায়ের কথা শুনলি না তো ওরে
টেনে নিলো যে যার মত করে ।
খোলা আকাশ আউশ খেতের বিল
ওই আকাশে উড়ে বেড়ায় চিল;
যাসনে কভু তোদের বলে রাখি
এখন শুধু তোরাই আছিস বাকী ।


মায়ের কথা শুনে পেলো হাসি
আয়তো মোরা বিলে ঘুরে আসি।
মনের সুখে ঘুরতে থাকে বিলে
ছোঁ মেরে তো একটা নিলো চিলে।


বোনটা ফিরে বলে মায়ের কাছে
ভাইকে তো মা চিলে নিয়ে গেছে।
এখন কয়ে কী আর হবে বল
ঝাপসা চোখে গড়িয়ে গেল জল।
শেষ ছানাটা টেনে নিলো বুকে
তোকে নিয়েই থাকবো সুখে দুঃখে।
====++===