সাতটি চারা একটি বল
সাত জন করে দু’টি দল
প্রতি জনের সাতটি ঢিল
সাতটি চারার কত মিল
সাতটি চারা বানায় সিঁড়ি
বল ছুড়ে কে ভাংতে পারি
এ’দল ঢিলে ফেলছে চারা
ও’দল তাদের দিচ্ছে তাড়া
এ’দল ভেঙ্গে গড়তে চায়
ও’দল তাদের দে’তাড়ায়
বল গড়িয়ে দূর গেলে
কেউবা চারা নেয় তুলে
সাতটি চারা দাঁড় হওয়া
তবেই যাবে গেম পাওয়া
চারা তোলার কালে হায়
বলটি কারো লাগলে গায়
আর যাবেনা গেম পাওয়া
সে’তো দলের মার যাওয়া
চারার উপর চারা তোলা
তার নাম সাতচারা খেলা