পথ শিশুর জীবন সেতো দুঃখ দিয়ে বোনা;
ধুলো মাখা ছেঁড়া জামা চোখে গড়ায় নোনা।
পেটটি ভরে পায়না খেতে নিত্য অনাহার,
বঞ্চিত সে সমাজ থেকে নৈতিক অধিকার।
মাথার ওপর সূর্য তাদের মাথার ওপর চাঁদ;
পথের পরে জীবন তাদের পথেই কাটে রাত।
উৎসবমুখর দিনগুলো তার হয়না উদযাপন;
ভালো মন্দ হয়না কোন খাওয়ার আয়োজন।
সূর্য তাদের ভাগ্য পোড়ায় নিত্য উদয় হলে,
বর্ষা আকাশ সবটুকু জল তাদের ঘরেই ঢালে।
অশ্রু দিয়ে যায়না মোছা ভাগ্য লেখা তার,
চক্ষু থেকেও অনাথ শিশুর জীবন অন্ধকার।
ভাঙ্গাচুরা ফেলনাগুলো বস্তা বন্দি করে;
দিন শেষে তা বিক্রি করে খাদ্য আনে ঘরে।
কেহ ছুটে গাড়ীর পিছে কেহ বেচে ফুল;
জীবন নদীর এপার ওপাড় পায়না খুঁজে কূল।
প্রাণটা আছে বলেই তাদের বেঁচে থাকা বাধ্য;
শেষকৃত্য হয় কোন রকম হয় না কোন শ্রাদ্ধ।
------------------------------------------