সৈকতে উড়িছে বাতাসে আঁচল
উড়িছে আউলা কেশ,
উলঙ্গ চরণে সোনালী কাঁকড়
পরশ দিয়েছে বেশ ।


সাগর ঢেউয়ে জলকেলি খেলা
মনটা উঠেছে মাতি,
সৈকতে বিছানো শামুক-ঝিনুকে
হরসে মিলায়ে গাঁথি ।


সোনায় মোড়ানো সাগর তটের
বালির শীতল পাটি,
মনের বাসনা জীবনের পথে
এমন করিয়া হাটি ।


নীলাভ সাগর আবির রাঙানো
আঁধার আসিছে ঘিরে,
সায়রি ললনা ললাটে রেখেছে
  সূর্যটা টিপ করে ।


==================
[ঢাকা, আগারগাঁও -১৮ নভেম্বর, ২০১৫