কিছু কিছু গান কভু না পেলে সুর
আড়ালে থাকবে পড়ে তা বহুদূর ।
যাদুময় সুর জলের অবগাহনে
মানুষ রাখবে তারে চিরদিন মনে ।
তাল, লয়, সুর ছাড়া গান সে তো নয়
ছন্দের বেড়াজালে কবিতাই রয় ।
তখনি হবে গান সুরে দিলে ডুব
মায়াবী কন্ঠে আরও হবে অপরুপ ।
কবিতাও হতে পারে সুরেলা গান
মানুষ যখন তার খুঁজে পাবে প্রাণ ।
হাজারো মনের ঘরে ঠাঁই হলে তার
হৃদয়ের সুর পারে ঘোচাতে আঁধার ।