সারা পাড়াময় একটাই ছিল
গরীব কৃষকের আয়না,
ঝাড়িয়া মুছিয়া রাখিত সদা
তাহা নিয়া কত বায়না ।  


কখনও সেটা বাক্সে রাখিত
কখনও রাখিত সাথে,
ঘুমায়নি সে কখনও একা
শিয়রে রাখিতো রাতে ।  


একদা ঘরে ডুকিয়া চোরে
যখনি ধরিল তায়,
ওমা একি! কী সব দেখি!
মানুষরই দেখি ছায় ।  


গরীব ঘরে পায়নি কিছু
যাদুর আয়না ছাড়া,
সকালে কৃষক খুঁজিয়া ফিরে
সারা ঘরময়, পাড়া ।  


ডাকিল তাহার পাড়ার যত
আবাল বৃদ্ধা সব,    
একে অপরে কানাকানি করে
সোরগোল কলরব ।


কৃষক সুধাইল পাঞ্চায়েতে
দেখাইবো পরমান,
গরীব হলেও চালাক কৃষক
খুবই বুদ্ধিমান ।


আমার দুইটা আয়না ছিল
একটা নিয়াছে চোরে,
বাকী আয়না শিয়রের পাশে
ঠিক রহিয়াছে পড়ে ।


সভার সকলে একবার আসিয়া
দেখে নিন চোরের মুখ,
এ কথা শুনিয়া কাঁপিয়া উঠিল
চোরের কোমল বুক ।


মূর্খ চোরে ভাবনার ঘোরে
দাঁড়াইয়া উঠিল তাই,
না বুঝিয়া করিয়াছি চুরি
হাত জোড় ক্ষমা চাই ?
----------------------------------------------