ফালগুনে লাল হয়েছে
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া
প্রকৃতি আজ খুব সেজেছে
নানান রঙে মনোহরা
বসন্তকে নে বরে নে
কই গেলিরে আয়রে তোরা
ফালগুনে, লাল হয়েছে
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ।।


প্রকৃতির ঐ সবুজ বাঁকে
মনানন্দে কোকিল ডাকে
ফাগুন এসে বদলে দিল
প্রকৃতি রুপ জীবনধারা
ফালগুনে, লাল হয়েছে
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ।।


প্রাণের ছোঁয়া লাগল প্রাণে
পুষ্‌পকুন্‌জ, আম্রবণে
কানপেতে শোন গুঞ্জরণে
নবীন হলো অাজকে ধরা
ফালগুনে, লাল হয়েছে
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ।।
---------------------------------------------