এই যাত্রা বেঁচে গেলে কি অতীতের সব প্রতিজ্ঞা ভুলে যাবো?  
ভুল করে কি আবারও আমরা হিংসা বিদ্বেষ শুরু করবো?

না না না এইবার মুক্তি পেলে
আমরা এই বিশ্বের নতুন নাগরিক হয়ে উঠবো
নগরে নগরে নাগরিক সুর ভাঁজবো
আমরা সমুদ্রকে সুপেয় করে তুলবো
বরফের গায়ে বরফের কম্বল দিয়ে গলণাংক বন্ধ করবো
না আমরা আসলে নতুন পৃথিবীতে সবাই
সবাইকে বুক ভরে ভালো বাসবো
আমরা জলবায়ুর কাছে
তার নিত্যদিনের গল্পগুলো শুনবো
আমরা গ্লোবাল ইকনোমিকে অনলাইনেই
তুলে আনবো
আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়,গবেষণা,
মিছিল, মিটিং সব কিছুই
ভার্চুয়াল জগতে গড়বো
আমরা এপের জগতে
ম্যাপের সীমারেখা অতিক্রম করবো
আমরা পরস্পর পরস্পরের কথা শুনব
আমরা সুনীল আকাশে মারাণাস্ত্র নয়,
আমাদের সুবিমল মনকেই ওড়াবো
আমাদের প্রতি ঘরে ঘরে হবে নাট্যমঞ্চ,
কবিতার সাম্রাজ্য আর গানের বেহুলা বিতান
মানবিক কারনে সকলে দেব অনুদান
আমরা একের ভেতরে বহুধাকে নিয়ে
পুরাতনকে দুরে সরাবো
আমাদের শিশুদের জন্য, কন্যাদের জন্য
সুশৃখংল নিরাপদ
সড়ক চাইবো
আর পাশাপাশি রাশিরাশি সমুদ্রজলকে বলব,
তুমি ধুয়ে দিও  আমাদের পংকিল পৃথিবী।


আর কোন করোনা
ঠাঁই পাবে না।