হাঁচি কাশী রাশি রাশি সর্দির ঝর্ণা
আসলেই ভাবি বুঝি হলো করোনা
আমি তো বাইরে যেতে পারি না
মাথার ভেতরে সেলুলয়েড ভাবনা
বাহির তুমি আমার কাছে আসো
অবসর অবসাদ এক হয়ে বসো।


ইমিউনিটি লেবুরস দেহ ধরে রাখো
প্রত্যেকে দু’মিটার দূরে সরে থাকো
যে হাত বাড়াতে  আগে  ভালোবেসে
সরাও সে হাত এখন অম্লান হেসে
পৃথিবী পরেছে সঙ্গিন মৃত্যু পোশাক
সরীসৃপ অন্তর্জালে  একলা বৈশাখ।


শানুনদী স্থানুর হয়ে চেয়ে চেয়ে দেখে
কারখানার বর্জ এখন কে কোথায় রাখে
বাতাস বলে, হা কার্বনডাইঅক্সাইড নাই
জড়তাহীন শ্বাস নেবে জলবায়ু সহসাই
ইতিউতি কন্যাকুমারী মার্বেল গান গাইবে
নতুন আকাশযান পরিযায়ী পাখা ওড়াবে।


Monday, April 27, 2020