গুরুর খেলা সাঙ্গ হলো
             আমি এখন হিরো
হেরে গেলে এমন খেলায়
         পাবেন কেবল জিরো।


    এবার শুনুন ধাঁধাঁ
          উত্তর দেবেন সবাই
নেই তো কোন বাঁধা।


একদা চার বুড়ি
              আহারে বসিয়া
বয়স গণনা করে
             হাসিয়া হাসিয়া।


প্রথম বুড়ি বলে
          আমি স্বামী হতে
দ্বাদশ বছর কম
             তার বয়সেতে।


দ্বিতীয়টি বলে আমি
               শুনেছি শ্রবণে
যবে তোর তিনি হন
    আমি হয়েছি সেদিনে।


উভয়ের বয়ক্রম
              দু'ভাগ করিলে
পাইবে বয়স মোর
              তৃতীয়টি বলে।


চতুর্থটি বলে আমি
               সকলের বুড়ি
বয়সে দ্বিতীয়ার চেয়ে
               হই বড় কুড়ি।


বিচারিয়া বল কত
                বয়স কাহার
দুইশত পঞ্চাশ
             মোট সবাকার।