ভাবনা গুলো মনের মাঝে
     ডানা মেলে চলে
কাব্যে  এসে  ছন্দে  হেসে
    মনের কথা বলে।


ছন্দ  পতন  ভাবনা  গুলো
   চোখের পাতায় ভাসে
কাব্যে  গাঁথা  কথার  মালা
    মিট মিটিয়ে হাসে।


ছন্দ  ছাড়া  কথার  মালা
     অন্য দলে মেলে
ঠাঁই  হলোনা  পদ্যে  বলে
    গদ্য নিয়ে খেলে।


গদ্য  পদ্য   দুইটি  ধারা
     আপন সহোদর
ভিন্ন  ধারায়  চলে  তবু
    হয় না কভু পর।


গদ্যের  কবি পদ্যের  কবি
    যে যার পথে চলে
তবুও  তো  ভাবনা  গুলো
    মনের কথাই বলে।


----------------------