(এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে)
রচনাকালঃ১০/০১/২০১১ ইং
------------------------------------------


  বিদায় কথাটি বেদনা বিধুর
        নয়নে অশ্রু ঝরা
মন চাহে নাতো দিতে যে বিদায়
      হৃদয়ে বেদনা ভরা।


বিদায়ী সানাই বাজিতেছে দ্বারে
     মানিবেনা সেতো বাঁধা
মায়ার বাঁধনে বাঁধিয়া রাখিতে
        বৃথাই অশ্রু সাধা।


    কৈশোর  হতে  তারুণ্য  অবধি
         তোমরাই ছিলে পাশে
     সন্তান  সম  দিয়েছি  দীক্ষা
       তোমাদের সাথে মিশে।


পিতা মাতা শুধু গড়িছে শরীর
      আমরা নিয়েছি তার
মানুষের  মত  জীবন  গড়িতে
       শিক্ষা দানের ভার।


পাঠ দানে মোরা করিনিতো হেলা
        দিয়েছি উজাড় করে
তোমরা সে  দান নিয়েছো মাথায়
          গভীর শ্রদ্ধা ভরে।


আমাদের  দান  সার্থক  হবে
     তোমাদের ফলাফলে
সম্মুখ পানে এগোবে তোমরা
     মোদের আশীষ বলে।


আগামী দিনের ফলাফল পেয়ে
      গর্বিত  মোরা  হবো
সন্তান  সম  এই  আঙিনায়
    তোমাদের নাহি পাবো।


স্নেহ  মমতায়  দিয়েছি  শিক্ষা
     শাসনও করেছি মাঝে
অলসতা  আর  অবহেলা যবে
      দেখেছি সকল কাজে।


শাসনের কথা আছে মনে গাঁথা
     সোহাগ ভুলেছো তাই
শাসনের মাঝে রহিয়াছে দোয়া
      আশির্বাদও  সুনিশ্চয়।


তোমরাই  হবে  আগামী দিনের
           জাতির কর্ণধার
তোমরা জ্বালিবে জ্ঞানের প্রদীপ
         ঘুচিবে অন্ধকার।


পাঁচটি বছর কাটিয়েছো হেথা
        এই না বিদ্যালয়ে
কত ছেলে মেয়ে নিয়েছে বিদায়
       বড়দের পথ বেয়ে।


নিদারুণ সেই বিদায় আজিকে
      ডাকিতেছে বার বার
তোমরাও  যাবে সেই পথ ধরে
       ফিরবেনা কভু আর।


চারা  হয়ে হেথা এসেছিলে যবে
       এই না কানন মাঝে
আমরা  ছিলাম  সেই  ফুলবনে
        পূর্ণ মালীর সাজে।


সেই  চারা  গাছে  কুসুমকলি
      ফুটিয়াছে যেই ক্ষণে
ঝরিবে  সে  ফুল  বিধান তবু
    বোঝে কি মালীর মনে?


অনুরোধ  তাই  তোমাদের তরে
      আজি এ বিদায় বেলা
  শিক্ষক  সদা  দেবতা  তুল্য
         করিওনা অবহেলা।
       -------------------