বৈশাখ  আসে  নবীনের  বেশে
       প্রবীনের পথ ভুলে
বৈশাখ আসে ঢাক-ঢোল নিয়ে
       রমনার বট মূলে।


বৈশাখ  আসে  পান্তা  ইলিশে
     ধনী বাঙ্গালীর ঘরে
বৈশাখ আসে কালবোশেখীর
     তান্ডব সাথে করে।


বৈশাখ  আসে  নতুন  বর্ষের
        শুভ সূচনা হয়ে
বৈশাখ আসে বণিকের ঘরে
    হালের হিসাব লয়ে।


বৈশাখ  আসে  বসন্ত  দূতের
        মিষ্টি মধুর সুরে
বৈশাখ  আসে  পথে  প্রান্তরে
      কাঠ ফাঁটা রোদ্দুরে।


বৈশাখ  আসে  রৌদ্র খরায়
    শুকনো নদীর বাঁকে
বৈশাখ আসে রক্তিম আভায়
      কৃষ্ণচূড়ার শাখে।


বৈশাখ আসে ঘনকালো মেঘে
       শীতল বৃষ্টি হয়ে
বৈশাখ আসে আগামী দিনের
      সুখের বার্তা লয়ে।
      ----------------