খোকা   খুকু   সোনা-মনি
     আয়রে ছুটে আয়
আমায় ঘিরে বসবি তোরা
     দখিনা  হাওয়ায়।


আমার কথা শুনবি তোরা
   রাখবি  মনে  তুলে
জীবন   চলার  পথে  কভু
   যাসনে যেন ভুলে।


পিতা-মাতা   পরম   গুরু
     জগত মাঝে আর
তার  পরে   রাখবি স্মরণ
     শিক্ষক শিক্ষিকার।


ধর্ম  বিধান   চলবি  মেনে
     করবি নাকো ভুল
যার  যেখানে  থাকার কথা
    নড়বি না এক চুল।


লেখাপড়া  করবি  তোরা
    গভীর  মন  দিয়ে
জ্ঞান  গরিমায়  হবি  বড়
    আশা বুকে নিয়ে।


মাকে ভালোবাসবি তোরা
     আপন ভক্তি বলে
মনে  রাখিস   স্বর্গ  সবার
     মায়ের পদ তলে।


মিথ্যা  কভু  বলবি নাকো
     রাখবি সদা মনে
অসৎ পথে  চলবি নাকো
    দুষ্টু লোকের সনে।
--------------------