দুঃখ  আমার  জীবন  সাথী
    সুখ যে আমার পর
সুখের সাথে তাইতো আড়ি
      দুখের সাথে ঘর।


দুঃখটাকে  পরশ  পাথর
     মেনে নিয়েই চলি
সুখেই  আছি  এই  কথাটি
     মুখেই সদা বলি।


দুঃখে গড়া জীবনটা মোর
    তারই মাঝে থাকা
দুখের মাঝেই একটু খানি
    সুখের ছবি আঁকা।


দুখের  বীণা  মনের  মাঝে
     করুণ সুরে বাজে
স্বপন  মাঝে   সখের  বধূ
   ঘোমটা টেনে সাজে।


এমনি করেই জীবনটা মোর
       হয়ে যাবে পার
আসবে  নেমে  দুই  চোখেতে
      কেবলই  আঁধার।


       -------------------