শীতের কুহেলি পেরিয়ে আজ
     বাসন্তী নিশীতে বসি
প্রকৃতি সেজেছে মায়াবী রূপে
       গগণে  পূর্ণ  শশী।


বৃক্ষ  শাখা  ভরেছে  পাতায়
     সেজেছে নবীন সাজে
শীতের জড়তা কাটিয়ে সবাই
     লেগেছে নতুন কাজে।


কোকিল  গাইছে  মধুর  সুরে
       গাছের ডালে বসি
শিমুল  সেজেছে  আলতা রঙে
   শেফালী পড়েছে  খসি।


আম্র  কুঞ্জে  মধুপের  দল
       করিছে  গুঞ্জরণ
দখিনা বাতাসে দুলিছে তরু
    পুলকিত তনু মন।


পলাশ  ফুটেছে  রক্তিম  লাল
       নেবুর  ফুলটি  সাদা
কাননে কাননে গোলাপ ডালিয়া
        ফুটেছে হলুদ গাঁদা।


পত্রে  পুষ্পে  অপরূপ  সাজে
     সেজেছে ধরণী আজ
বাসন্তী ফুলের মালিকা নিয়ে
      দূয়ারেতে ঋতু রাজ।