. তোমার  হাসি  আগের  মত
        হয়না কেন আর
এই  হাসিতে  খাঁদ  মেশানো
       মেকির ব্যবহার।


তোমার  কথা  হয় না  এখন
       আগের মত মিষ্টি
একটু  অভিমানেই  তোমার
     চোখেতে নেই বৃষ্টি।


তোমার   বুকে   আগের  মত
        ভালোবাসা কই
এই আমি  কি তোমার কাছে
       আগের মত নই?


কোথায় গেল তোমার মুখের
      দুষ্টু হাসির রেখা
হাজার  খুঁজেও  পাইনা যেন
    সেই হাসিটার দেখা।


  এখন   তুমি   অন্য   মানুষ
         আগের মত নেই
  আমি  কেবল  খুঁজি তোমায়
         ছিলে যেখানেই।


আবার   তুমি   এসো   ফিরে
       আগের  তুমি হয়ে
চলুক   মোদের   সুখের   নদী
       আবার  ধীরে বয়ে।


     -------------------