পিতা মাতা জিদ ধরেছে
                   আমায় দেবে বিয়ে
মাথায় আমার গোলক ধাঁধাঁ
                     কনে চয়েস নিয়ে।


মনের মাঝে প্রশ্ন জাগে
                        জবাব মেলে না
করবো কাকে জীবন সাথী
                         সেটাই ভাবনা।


কেশবতী একটি মেয়ে
                        মেঘের মত চুল
ভাল লাগে সেই মেয়েটি
                পরলে খোঁপায় ফুল।


একটি মেয়ের দাঁত সুন্দর  
                  মন ভোলানো হাসি
ইচ্ছে করে সেই মেয়েটির
                  প্রেম সাগরে ভাসি।


শ্যামল বরণ একটি মেয়ে
                    পটল চেরা আঁখি
মনের মাঝে সংগোপনে
                  তাহার ছবি আঁকি।


একটি মেয়ের পদ্মলোচন
                      চিকন সরু নাক
ভাল লাগে অভিসারে
                  তার ইশারায় ডাক।


একটি মেয়ের কণ্ঠ ভাল
                         বাচন চমৎকার
মানায় ভালো সেই মেয়েটি
                     পরলে গলায় হার।


একটি মেয়ের ওষ্ঠ চিকন
                    কপালে লাল টিপ
দেখায় ভালো সেই মেয়েটি
                      পরলে লিপষ্টিক।


একটি মেয়ে সাদা মাঠা
                   গাও গেরামে বাড়ি
ভাল লাগে সেই মেয়েটির
                   কুঁচিয়ে পরা শাড়ী।


কিযে করি ভেবে মরি
                   বলবো কারে গিয়ে
ঘুরছে মাথা গোলক ধাঁধাঁয়
                 করবো কাকে বিয়ে।