জীবন   নামের   রঙ্গ-মঞ্চে
      সবাই  অভিনেতা,
অভিনয়ের  মাঝেই  সবার
      হারা এবং জেতা।


সবাই   সমান  নয়তো   হেথা
      নয়তো সমান কাজ,
কেউ নায়িকা  কেউবা ভিলেন
         কেউবা নটরাজ।


সবাই  মানব   কর্ম  বিভেদ
      ভাগ্য নিয়ে খেলা,
কর্ম-গুণে  কেউবা  আমির
     ফকির সন্ধ্যাবেলা।


কেউবা  চড়ে  মারুতি  কার  
      কেউবা চলে হেটে,
কেউবা  থাকে  অট্টালিকায়
      কারো বাড়ি মেটে।


কেউবা  ঘুমায়  ফুটপাতেতে
       কারো এসি ভিলা,
জীবন   নামের  রঙ্গ-মঞ্চের
       এটাই রঙ্গ-লীলা।


কেউবা  চড়ে  প্রমোদ  তরি
      কারো দুখের ভেলা,
দুঃখ- সুখের  ভুবন  মাঝেই
      সাঙ্গ জীবন খেলা।
       -------------