জোনাকী গো জোনাকী কোথা তুমি যাও,
আঁধারের মাঝে তুমি কি  খুঁজে বেড়াও?


ঝোঁপ-ঝাড়ে,বাঁশবনে এলোমেলো চলো,
কি  তুমি  হারিয়েছো মোর কাছে বলো।


আনমনে  কেন  চলো  কি  তার কারণ,
মিটি মিটি  আলো  জ্বেলে  কর বিচরণ!


সারাদিন কোথা থাকো  দেখা  নাহি মেলে,
রাতের বেলাতে দেখি চলো আলো জ্বেলে।


সারা  রাত  ঘুরে  ঘুরে  কি  তুমি  পাও,
যামিনী পোহালে আবার কোথায় পালাও?


রাত্রিকে বড়  বেশী বাসো  তুমি  ভালো,
বৈরী  তোমার  তাই  দিনেরও  আলো।


যখন  তোমায়  দেখি  রাতেরও  বেলা,
আঁধারেতে  মনে  হয়ড়  তাঁরার  মেলা।


মনে বড় সাধ জাগে ঘুরি  তোমা  সনে
দেখি  আর ভাবি বসে একা  আনমনে।


রাত্রিকে  করো  তুমি অতি  মনোহর
আঁধারের  মাঝে  তাই তুমি  সুন্দর।
     ------------------------