কালের তরী চলিছে উজানে
     পাল তোলা নেই তাতে
বসিয়া মাঝি গোলুয়ের পরে
          শক্ত বৈঠা হাতে।


ভর  ভর নাও  তবু মহাজন
         তুষ্ট হইতে  নারে
যতক্ষণ ধরি  নাও খানি তার
        পূর্ণ করিতে পারে।


ভাবে মাঝিগণ পণ্যের ভারে
      যায়না নৌকা বাওয়া
ছাড়িব এ নাও হইবে যখন
      অনুকুল আবহাওয়া।


ভাবিনি তো কেহ এমন সময়
      আসিবে কখনো কবে
স্রোতের টানে ভাসিবে নৌকা
        ভরাতরী নাহি হবে।


এমন সময় বায়ুকোণ জুড়ে
        জমিল ধুসর মেঘ
ঝড়ের আভাস ধ্বনিত হইল
        প্রবল তাহার বেগ।


প্রলয়  কান্ডে  লন্ড  ভন্ড
     হইল সকল তরী
কোথায় মাঝি মাল্লার দল
    বৃথাই খুঁজিয়া মরি।


বোঝাই তরী পণ্য লইয়া
     চলিল সলিল নিচে
নামে মহাজন পুঁজিপতিগণ
     নামেই রইল মিছে।
-----------------------