আমি খুঁজে ফিরি তারে-
তন্দ্রাহারা নয়ন ভরে
স্বপন মাঝে ঘুমের ঘোরে
দেখতে নারি যারে-
আমি খুঁজে ফিরি তারে।


আমি খুঁজি তারে-
সকাল- দুপুর সন্ধ্যাকালে
ফাগুন মাসে শিমুল ডালে
রক্তরাঙা পলাশ বনের ধারে-
আমি খুঁজে ফিরি তারে।


আমি যারে খুঁজি -
তার চোখের ভাষা বুঝি
ইশারাতে ডাক দিয়ে যায়
গহীন অন্ধকারে-
আমি খুঁজে ফিরি তারে।


আমি তারেই খুঁজি-
আধার রাতে তাঁরার মাঝে
জোস্না রাতে চাঁদের মাঝে
শাপলা ফোটা পদ্মবিলের ধারে-
আমি খুঁজে ফিরি তারে।


আমি খুঁজি তাকে-
যেথায় দোয়েল- শ্যামা ডাকে
কোকিল যেথা গান গেয়ে যায়
সবুজ বনের ধারে-
আমি খুঁজে ফিরি তারে।