রমজান শেষে শওয়ালের চাঁদ
                     উঠেছে ঐ গগন কোণে
খুশীর  জোয়ার  বইছে  আজ
                      বিশ্ব মুসলিম জনমনে।


শহর  নগর  পথে  প্রান্তরে
                   আতশ বাজির তুলকালাম
বিদায় নিলো মাহে রমজান
                   ঈদ মুবারক আস্ সালাম।


সিয়াম আসে  রমজান মাসে
                      আত্ম শুদ্ধির পথ বেয়ে
গরীবের  দুখ  বুঝিবার  তরে
                    উপবাস থাকা না খেয়ে।


ঈদের খুশী ভাগ করে নিতে
                  ধনীদের তরে এই বিধান
ঈদের মাঠে যাইবার আগে
              যাকাত ফিতরা করিবে দান।


সিয়াম সাধনা করিল যাহারা
                   মাগফিরাত  ও  রহমতে
নাযাতে রোজা রাখিলে খোদা
                 মাফ করিবেন গোনা হতে।


সিয়াম সাধিয়া পুণ্য মাগিয়া
                 ঈদগাহে যাবে আশা লয়ে
নিষ্পাপ হয়ে ফিরিবে তবে
                   নব জাতকের মত হয়ে।


হায়রে মুসলমান!


সিয়ামের মাস কাটিল যাদের
                 ফুকিয়ে চুরট চিবিয়ে পান
তারাই সবার আগেতে যাইয়া
                   লইবে ঈদের মাঠে স্থান।


রঙ বেরঙের পোশাক পরিয়া
                  মাখিয়া আতর গুলবাহার
ঈদের খুশীতে কোলাকুলি করে
                   খাইবে নানান সু-খাবার।


অজুহাত খাড়া করিয়া যাহারা
                      ছাড়িল রোজা রহমতে
বরকত কিসে আসিবে তাদের
                  ভাগ্য খুলিবে কোন পথে?


রমজান মাসে পুণ্য রজনী
                রাখেনা যাহারা খোঁজ খবর
কেমন করিয়া পাইবে তাহারা
                  নিয়ামত সেই শবে ক্বদর?


পুণ্য রজনী পাইয়াও যাদের
                    হইল নাকো গুনাহ মাফ
ঈদের খুশী কেমনে করিবে
             তাদের আত্মার কালিমা সাফ?


সুখের  নিদ্রা  টুটিয়া  যেদিন
              ত্যাগের মহিমায়  ভাঙ্গিবে নিদ
সার্থক  হবে  সেদিন  কেবল
                    মুসলমানের  খুশীর  ঈদ।


      ------------------------------