এক  দিনে নবী  ইব্রাহিম (আঃ)
      খোয়াব দেখেন রাতে
প্রভুর আদেশ "কোরবানি কর"
       আগামীকাল প্রাতে।


নির্দেশ   মত   দিলেন   তিনি
       দশ  উট কোরবানি
পুনরাদেশ,  কোরবানি   কর
        প্রিয়  বস্তু  খানি।


এক'শ উট  কোরবানি দিলেন
      আবার  পরের  দিন
প্রভুর   আদেশ  হয়নি পালন
     কোরবানি হলো লীন।


আবার আদেশ কোরবানি কর
       প্রিয়তর যা আছে
ভাবলেন   নবী   প্রিয়তম  শুধু
       পুত্রই  তাঁর কাছে।


নবী   বললেন   পুত্রকে   তাঁর,
       আদরের   সন্তান
আল্লার  ইচ্ছা  তোমায়  আমি
      করি যেন কোরবান।


তামিল  করুন  খোদার  আদেশ
        তাঁরই  ইচ্ছা  হলে
পাবেন  নিশ্চয়  আপনি  আমায়
        ধৈর্যশীলের দলে।


পুত্রের    গলে    দিলেন    ছুরি
         বেঁধে  নয়নদেশ
গায়বি   শব্দ   থামো  হে   নবী
      পরখ তোমার শেষ।


ছেলের  বদলে পশু কোরবানি
     কর আজ এই খানে
সে দিন থেকে কোরবানি করা
     ওয়াজিব মুসলমানে।


কোরবনি   তো   নয়কো   নিধন
         পশুর জীবন খানি
গৌরব   ত্যাগে   মানব   মনের
        পশুত্বের কোরবানি।


            --------------