সৃষ্টির  মাঝে  শ্রেষ্ঠ  মোরা  
আমরা মানব জাত    
জ্ঞান  গরিমায় শ্রেষ্ঠ সবার  
শ্রেষ্ঠ মাখলুকাত।


সুন্দর  এই অবনী পরে
সবার সেরা মানুষ
প্রাণহীন তার শুন্য দেহ
একটা রঙিন ফানুস।
    
একটু খানি দমের জোরে
সবাই তাহার দাস
দম ফুরালেই মানুষটারে
সবাই বলে লাশ।


সবাই যাকে বাসতো ভালো
কর্মে জগৎময়
দম  হীন  তার  দেহ  টাকে
সবাই করে ভয়।


জীবন  সাথী  করতে  যাকে
বাজলো সানাই বাজি
সেই  মানুষই লাশের পাশে
থাকতে না হয় রাজি।


অতি  আপন  ছিল  যারা
থাকতো একই ঘরে
তারাই তখন মানুষ ডেকে
লাশের দাফন করে।
  --------------