(আমার  কবিতাটি  আসরের  অন্যতম  কবি বন্ধু মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) এর নামে  উৎসর্গ করলাম)
-----------------------------------------


একই  সাথে দুটি ফুল এক কাননে,
             ফুটেছিল  দুটি  গাছে  সংগোপনে।
চেয়েছিল  মুখ তুলে ফুটিয়া মুকুল,
           রূপে গুনে এ কাননে তারাই অতুল।


সৌরভে   বিমোহিত  ছিল  অলিকুল,
            রূপ দেখে  গেয়েছিল গান  বুলবুল।
রঙে রঙে প্রজাপতি  ঘুরিয়া বেড়ায়,
         কাছে ডাকে তবু যেন শুনিতে না পায়।


একই বনে ফোটা ফুল দূর আঙিনায়,
             দেখা হয় দুজনার চোখের তারায়।
ভাবনা মনের  মাঝে হতো যদি দেখা,
              দুজনার  মাঝে  হতো  বন্ধু-সখা।


মালি এসে সেই ফুলে ভরিয়া ডালা,          
            গাঁথিল সে নিজ হাতে মিলন মালা।
দূর হতে  দুটি  ফুলে হয়েছিল সখা,
            মরনের পরে তাই হলো চিরদেখা।
             ----------------------