আমার কবিতাটি আসরের অন্যতম কবি ড. প্রীতিশ চৌধুরীর  নামে উৎসর্গ করলাম।


        পথের পাশে জানালার ধারে
        যেদিন দেখেছি তোমারে
        হৃদয়ের তুলি দিয়ে    
        অজানা  স্বপ্ন  নিয়ে
        এঁকেছি  মনের  মিনারে।


        তুমি  নক্ষত্রের  মনি
        তোমায় দেখার পরে    
        হৃদয়  বীনার  তারে
        বাজিয়াছে সুর ধ্বনি।


        তুমি রাতের সৌধামিনী
        তোমারই  আকর্ষণে    
        অচেনা ভাটির টানে
        বহিছে   হৃদয়  তটিনী।


        তুমি  প্রেমের  শতদল
        তোমার সুরভিতে          
        হৃদয়  তন্ত্রীতে
        জাগিয়াছে কোলাহল।


        তুমি  কুহক  কন্যা
        তোমারই ইন্দ্র ভরে        
        হৃদয় পারাবারে
        ডেকেছে প্রেমের বন্যা।