বৈশাখ আসে তপ্ত হাওয়ায়
    পল্লীর  ঘরে  ঘরে
আমের   গাছে  সবুজ গুটি
    ঝুলছে থরে থরে।


কাঁঠাল গাছে  জাতীয় ফল
     দেখতে চমৎকার
এমন স্বাদের ফলের সাথে
      জুড়ি মেলা ভার।


জাম জামরুলে তাল খেজুরে
       সবুজের আলপনা
তরমুজ  ফলে  বাইরে  সবুজ
      ভিতরে লাল পনা।


বৈশাখ শেষে  জ্যৈষ্ঠ  আসে
      মধু মাসের নামে
রসালো  ফল  রসে  টলমল
    আমাদের এই ধামে।


মধু  মাসে  আরেকটি ফল
   থোকায় থোকায় ধরে
টুকটুকে  লাল  মিষ্টি  লিচু
    হৃদয় পাগল করে।
  ---------------------