বছর  ঘুরে  রমজান  এলো
      মুমিনের দরজায়
পুণ্যের মাসে ক্ষমা করবেন
      প্রভু তার মহিমায়।


রমজান মাসে আছে রহমত
        বর্ষিবে  বান্দায়
সঠিক  পথে   রোজায়  যদি
     উপবাস করা যায়।


কামনা বাসনা পানাহার ত্যাগে
         করলে  উপবাস
আত্ম  শুদ্ধি  হবে  যে  বান্দার
        বছরের বাকী মাস।


হাত পা মন চোখের রোজাতে
      বান্দা পাবে যে মাফ
মুমিন  দিলের  সকল  কালি
      পুড়েই হবে যে সাফ।


রমজান  মাসে  পুণ্য  রাত্রি
     হাজার মাসের মান
নাযিল হলো মহান কেতাব
     পবিত্র কোরআন।


রোজা হাতে পেয়েও যাদের
      হলোনা গুনাহ মাফ
তারাই  চির   বঞ্চিত  মানুষ
      বিধাতার অভিশাপ।
      -----------------