মন  মুকুরে  খবর  আসে সবার আগে
বসন্তেরই  হাওয়া  বহে  হৃদয়  বাগে
                মন জানালায়,
ফুলে ফুলে যায় যে ভরে মনের কানন
মিষ্টি হাসির ঝর্না আনে প্রেমিক আনন
               সেই নিরালায়।


অনুভবে   ভালোলাগা  সেই  শুভক্ষণ
স্মৃতি  পটে  ভেসে  ওঠে  তা অনুক্ষণ
              আঁখির কোনে,
মনময়ূরী  নাচতে  থাকে পেখম তুলে
অজানা কি সুখের  আশায় দুঃখ ভুলে
               আপন মনে।


প্রেম কাননে ফুটতে থাকে নতুন ফুল
মন উচাটন হয় সারাক্ষণ চিত্ত ব্যকুল
               কিসের টানে!
এলোমেলো ভাবনা যত সব ভুলে যাই
কি সে মনের  চাওয়াটুকু না খুঁজে পাই
               মনই জানে।


মনের  শত  ভাবনাগুলোর একটু মিলে
মন মিশে যায় মনের সাথে দিলে দিলে
                সংগোপনে,
কলকণ্ঠ  গান গেয়ে যায় গাছের শাখে
নীল  ভ্রমরা  ফুলের  রেনু  অঙ্গে  মাখে
                আলিঙ্গনে।
         ------------------