রমনীর রূপ দেখে কোরো নাকো ভুল
সারাটি জীবন দিয়ে দেবে সে মাশুল।
সংসারে  সুখ  নাকি  রমনীর  কাছে,
দুঃখটা ঘোরে ঠিক তার পাছে পাছে।


রূপের মাধুরী যত,বিষকাঁটা সেথা তত
যাতনা  নাশিবে শুধু, হও যদি সংযত।  
রূপের  পূজারী  হয়ে  কর  যদি  পূজা
ধৈর্য্যটা  থাকে  যদি,  হবে  মুখ  বুজা।


বায়না  যখন  যেটা  দিতে  হবে সেটা,
সইতে  হবে  তবু  না পাওয়ার  খোটা।
জীবন  দিয়েও  যদি  সুখ  দিতে চাও,
ক্ষণিকের  ব্যবধানে  হবে  তা উধাও।


সুখ  পাখি  ধরা দেয়  ক্ষণিকের তরে,
তবুও  মানব  জাতি  সুখ  খুঁজে মরে।
সুযোগ  বুঝিয়া  সে  আবার  পালায়,
হৃদয়টা  তুষানলে  কেবলই  জ্বালায়।


মাকালের রং দেখে খেতে জাগে সখ,
ভিতরটা  কাটলেই  মুখে আসে অক।
রূপ  দেখে  বিচারটা  করা  ঠিক নয়,
গুনের  মাঝেই  তার  মেলে পরিচয়।