আমি  জীর্ণ সমাজের ধ্বংস পুঞ্জে
        স্বর্গ  গড়তে  চাই
আমি পাপী জগতের সব জঞ্জাল
       পুড়িয়ে করবো ছাই।


আমি কুমারী মেয়ের সুখের বাসরে
            স্বপ্নিল  বিশ্বাস
আমি বিধবা মায়ের বক্ষে জমানো
           বিষময়  নিঃশ্বাস।


আমি  অসহায় ঘরে পঙ্গু পিতার
        নয়নের নোনাজল
আমি  লগ্ন  ভ্রষ্টা, ধর্ষিতা  নারীর
        ক্রন্দন  কোলাহল।


আমি ফুটপাতে থাকা ক্ষুধিত শিশুর
         মুখের টুকরো রুটি
আমি   ভাগ্যাহত   ভিখারী   মায়ের
         অসহায় চোখ দুটি।


আমি এসিড  দগ্ধ  যুবতী নারীর
      ঝলসানো পোড়া মুখ
আমি শীতের রাতে কাঁথা বঞ্চিত
        মানুষের  চির দুখ।


আমি টর্ণেডো হয়ে আসবো আবার
          করে দিতে পয়মাল
আমি  প্লাবন  হয়ে  ভাসিয়ে  নেবো
        হীন সমাজের  জঞ্জাল।


             ---------------