ওগো  বন্ধু,  ক্ষণিকের  সাথী
       সিন্ধু তীরেতে এসে
কিসের মায়ায় জড়ালে মোরে
      আলেয়ার হাসি হেসে?


তোমার সনে  এই মধু ক্ষণে
       আলাপন  যতটুক
সেকথা ভেবে  অযথা কেঁদে
      ব্যথায় ভরোনা বুক।


এই তীর ছেড়ে ফিরবো মোরা
      মিথ্যে খেলার ছলে
বিদায় দিয়ে  ক্ষনিক সাথীরে
       ব্যাথার অশ্রু জলে।


ডাকিছে সিন্ধু অরুনেরে শোন
      অন্তিম মোলাকাতে
নীড়হারা পাখি  ফিরিছে দেখ
      আপনার ঠিকানাতে।


ক্ষণিক পরে আকাশের বুকে
       জ্বলবে চন্দ্র বাতি
সেই শুভক্ষণে পড়বে কি মনে          
     ক্ষণিকের এই সাথী?


সবকিছু রেখে ভুলে যেও সাথী
      ক্ষণিকের এই দেখা
আমি তো সাথী, চির সাথীহারা
       চিরদিন চির একা।


তোমার আমার মিথ্যে মায়ার
       স্মৃতিময়  সরোবর
চলো  ফিরে  যাই, শুন্য করে
        বেদনার বালুচর।
           -----------