উত্তুরে  বায়,   ঘন কুয়াশায়
     শীত আসে এই দেশে
  আমন ধানের স্বর্ণালি আভায়
           অগ্রহায়ণ  শেষে।


সর্ষে ক্ষেতে দলমেলে ফোটে
       হলুদ সরিষা ফুল
খেজুর  গাছের  মস্তকে  উঠে
    গাছি ভাই দেয় ঝুল।


শীতের সকালে খেজুরের রস
   সংগে পোড়ানো ছোলা
নলেন  গুড়ের  মিষ্টি  সুবাসে
    হই যে  আত্নভোলা।


খেজুর  গুড়ের  শিন্নী  পায়েস
    খেতে ভারী মজাদার
রসের  পিঠার  স্বাদের  কথা
      কি যে বলিব আর!


শীতের রাতে গরম পোশাকে
    ধনীরা ঢাকেযে দেহ
দরিদ্র  মরে শীতের প্রকোপে
    আগুন পোহায় কেহ।


আমাদের দেশে পৌষ-মাঘে
     শীত আসে বার বার
ধনীদের  সুখ, গরীবের   দুখ
   সাথে নিয়ে আসে তার।
      --------------------------